নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সর্ব দক্ষিণে জাহাজমারা ইউনিয়নের অন্যতম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা।
মাদরাসাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত শিক্ষা বঞ্চিত শিশু-কিশোর ও তরুন সমাজকে নৈতিক অবক্ষয় আর অপসংষ্কৃতি কবল থেকে রক্ষণ করে ইসলামী মূল্যবোধ আর আধূনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে।
সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি দ্বীপের দক্ষিণাঞ্চলে শিক্ষার আলোক মশাল জ্বেলে সফল ভাবে মানুষকে সামাজিক মূল্যবোধ, অথনৈতিক মুক্তি, সচেতনতা সৃষ্টি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ও সভ্যতা বিকাশে অবদান রাখছে। মাদরাসাটি এতদাঞ্চলে জ্ঞান বিজ্ঞানের আলোকে সৎ, যোগ্য, আদর্শ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়তে অগ্রণী ভুমিকা পালন করছে।
মাদরাসার শিক্ষকমন্ডলীর আন্তরিকতা, শিক্ষার্থীদের শৃংখলা ও পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলে আমি মুগ্ধ। শুরু থেকে যারা বিভিন্ন ভাবে মাদরাসা উন্নয়নে সাহায্য ও পরিচালনায় সহোযোগীতা করেছেন আমি তাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
মোহাম্মদ ইউছুফ
সভাপতি
জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা।
Demo Picture 2
Demo Picture 2 in Jahajmara Cerajul Ulum Alim Madrasha.