এডভোকেট মাসুম বিল্লাহ

প্রকাশিত: জুন ২০, ২০২২ ৯:১৭ এএম , আপডেট: অক্টোবর ২৮, ২০২৩ ৬:৫৮ এএম

জনাব এডভোকেট মাসুম বিল্লাহ
সভাপতি, গভর্ণিং বডি, জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসা

চেয়ারম্যান, ১০ নং জাহাজমারা ইউনিয়ন পরিষদ

সভাপতির বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সর্বদক্ষিণে জাহাজমারা ইউনিয়নের অন্যতম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা।
মাদরাসাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত শিক্ষা বঞ্চিত শিশু কিশোর ও তরুন সমাজকে নৈতিক অবক্ষয় আর অপসংস্কৃতির কবল থেকে রক্ষা করে ইসলামী মূল্যবোধ আর আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে।
সুচনা লগ্ন থেকে প্রতিষ্টান থেকে প্রতিষ্ঠানটি দ্বীপের দক্ষিণাঞ্চলে শিক্ষার আলোর মশাল জ্বালিয়ে সফলভাবে মানুষকে সামাজিক মূল্যবোধ অর্থনৈতিক মুক্তি সচেতনতা সৃষ্টি ধর্মীয় ও নৈতিক শিক্ষা ও সভ্যতা বিকাশে অবদান রাখছে। মাদরাসাটি এতদাঞ্চলে জ্ঞান বিজ্ঞানের আলোকে সৎযোগ্য আদর্শ নৈতিকতা সম্পন্ন নাগরিক গডতে অগ্রণী ভূমিকা পালন করছে।
মাদরাসার শিক্ষক মন্ডলীর আন্তরিকতা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলে আমি মুগ্ধ। শুরু থেকে যারা মাদরাসা উন্নয়নে সাহায্য ও পরিচালনায় সহযোগীতা করছেন আমি তাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।