প্রতিষ্ঠানের ইতিহাস

মাদরাসার ইতিহাস
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১৯৭৪ ইং সালে জাহাজমারা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জনাব মোঃ আছাদল হক সাহেব অত্র এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করিলে এলাকার তৎকালীন গন্যমান্য ব্যক্তি, জনাব হাজী শফিকুর রহমান, জনাব গোলাম মোস্তফা, প্রাক্তন চেয়ারম্যান, মোজাম্মেল হোসেন ওরোপে সাহে আলম মেম্বার, সফিউল্লাহ ওরোপে বাপ্পু মিয়া, মাষ্টার আনাজল হক, মাহমুদুলহক ওরোপে জাবের মিয়া প্রাক্তন চেয়ারম্যান, হাজী হাবিবুল্যাহ প্রমুখদেরকে নিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। তারই উদ্যোগে আজকে জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা খানা। পরস্পর আলোচনা ক্রমে উক্ত প্রতিষ্ঠানের নাম জাহাজমারা ছেরাজুল উলুম আলিম জুনিয়র মাদরাসা নাম করন করা হয়। প্রতিষ্ঠাতা  সুপার জনাব মাওলানা আনছারুল হক এবং ১৯৮৫ সালে আলীম পর্যায়ে উন্নীত হয়।

সর্বপ্রথম দাতা-হাজী ছেরাজুল হক
দ্বিতীয় দাতা-হাজী হাবিবুল্যাহ
প্রতিষ্ঠানের উত্তোরোত্তর উন্নতি কামনা করছি।

অধ্যক্ষ

হাফেজ মাওলানা আবুল কাশেম
এম.এম.এম.এ
জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা