হাফেজ মাওলানা আবুল কাশেম

প্রকাশিত: জুন ২০, ২০২২ ৮:৩১ এএম , আপডেট: অক্টোবর ২৮, ২০২৩ ৭:০৬ এএম

হাফেজ মাওলানা আবুল কাশেম

অধ্যক্ষ, জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসা, জাহাজমারা, হাতিয়া

প্রতিষ্ঠান প্রধানের বাণী:
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসাটি নোয়াখালী ৬ হাতিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ইসলামী দ্বীনি প্রতিষ্ঠান। এটি ০১/০১/১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি দাখিল স্তরে ০১/০৭/১৯৭৬ সালে ১ম স্বীকৃতি এবং ০১/০৩/১৯৮৪ সালে এমপিও ভুক্ত হয়। পরে ০১/০৬/১৯৮৬ সালে আলিম স্বীকৃতি এবং ০১/০৭/১৯৮৭ সালে এমপিও ভুক্ত হয়। প্রতিষ্টার পর থেকেই এ প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে সাফল্যের চরম স্বাক্ষ বহন করে চলছে। অত্র এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং বিদ্যেৎসাহী ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের শ্রম ও মেধার মাধ্যমে প্রতিষ্টানের উন্নয়ন করে চলছে।
প্রতিষ্ঠানটি অত্র এলাকার ধর্মীয় অনুশাসন কোরআন, হাদীস সহ সাধারণ ও বিজ্ঞান শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইবতেদায়ী ১ম শ্রেণি হতে আলেম পর্যন্ত প্রায় ১৩০০ ছাত্র/ছাত্রী অধ্যয়ন করছে। অত্র মাদরাসায় ইবতেদায়ী ৫ম শ্রেণী জেডিসি এবং দাখিল পরীক্ষার কেন্দ্র রয়েছে। আমি বিগত ২০১৭ সালে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে যোগদান করি। যোগদানের পর হতে ২০১৭ সালে বিজ্ঞান শাখার খুলি এবং অনুমোদন পায়- এবং ২০২০ সালে প্রতিষ্ঠানের ৪তলা বিশিষ্ট একাডেমিক একখানা ভবন পায়। যাহার কাজ ২০২২ সালে শেষ হয় এবং বুঝিয়া পায়, ৪তলা ফাউন্ডিশন দিয়ে পশ্চিম পাশের্^ একটা আধা পাকা ঘর করি এবং মাঠ ভরাট করি। ছাত্র/ছাত্রীদের নামাজের জন্য অজুখানা এবং ইবাদাত খানার ব্যবস্থা করি। বর্তমানে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ফাজিল পর্যায়ে উন্নয়ন এবং আরো একটি নতুন ভবন নির্মানের প্রস্তাবনা সহ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিষ্ঠানের পড়ালেখার মান উন্নয়নে প্রতিমাসে স্টাফ মেটিং, গভার্ণিং বডির সভা, অভিভাবক সমাবেশ সহ সকল পদক্ষেপ গ্রহণ করে চলেছি। প্রতিদিন ৯.৪৫ মি. এর সময় সমাবেশ শুরুর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এবং বিকেলে ৪.০০ টায় প্রতিষ্ঠান ছুটি হয়। ছাত্র/ছাত্রীদের শত ভাগ ড্রেস বেচ পরিধান পূর্বক প্রতিষ্ঠানে আসা নিশ্চিত করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সুনাম আরো উত্তরোত্তর ছড়িয়ে পড়বে।
আমি প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করি।

হাফেজ মাওলানা আবুল কাশেম
এম,এম,এম,এ
অধ্যক্ষ (ইনডেক্স ৩১২৫১০)
জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদরাসা
হাতিয়া-নোয়াখালী।